বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 চসিকের অভিযানে বন্ধ হল পাহাড় কেটে বাড়ি নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদক *

আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে বন্ধ হল নগরীর আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে বাড়ি নির্মাণ কাজ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সম্পর্কে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা জানান, নগরীর আসকার দিঘীর পাড় এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণ করা হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে জানা যায়,  ৯২ জন ব্যক্তি  একজোট হয়ে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামীয় একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে আসকারদীঘির পাড়ে পাহাড় কেটে ৩টি ভবন নির্মাণ করছিলেন। অভিযানের কথা জানতে পেরে প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যান। দায়িত্বশীল আর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছি। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় আমরা মামলা বা জরিমানা করতে পারিনি। তবে, আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাচ্ছি।  এই পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।

আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা

সর্বশেষ

এই বিভাগের আরও