বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সীতাকুণ্ডে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সোমবার(১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকা থেকে উদ্ধার করা হয় লাশটি।

রেল  পুলিশ জানায়, আজ সকালেই  স্থানীয়রা রেললাইনের পাশে এক যুবকের লাশ দেখতে পায়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।তার বাড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মো. মিয়ার পুত্র মো. জুয়েল(২৮)।

জানা যায়,আগেরদিন সন্ধায় ইশা’র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাতে আর বাড়ি ফেরেনি জুয়েল।সারারাত পরিবার অনেক খোঁজাখুঁজির শুরু করে।পরদিন সকালের স্থানীয় রেললাইনের পাশে নাখ -মুখ রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য চমকে হাসপাতালে প্রেরণ করা হয়।

উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.কামাল উদ্দীন।

সর্বশেষ

এই বিভাগের আরও