মাবিয়া গ্রুপের চেয়ারম্যান ও শিপব্রেকার্স আলহাজ্ব জাহাঙ্গীর আলম (৫০) আর নেই। আজ মঙ্গলবার রাত আড়াইটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল নিবাসী আলহাজ্ব মো. মোহররম আলী মেম্বারের প্রথম পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার, বাদে জোহর কদম রসুল ইউসুফ আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।