বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক *

মারা গেলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম জন্মগ্রহণ করেন ১৯৫১ সালের ৫ জানুয়ারি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এরপূর্বে তিনি বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা বাসস-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও