সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ফৌজদারহাট সলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা মৃতদেহটি দেখে কুমিরা নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশের সঙ্গে থাকা এনআইডি কার্ড অনুযায়ী তিনি মো. ইলিয়াছ (২৫),বরগুনা জেলার বামনা থানার ছোট তালেশ্বর গ্রামের আবদুল খালেক এর পুত্র।
কুমিরা নৌ-পুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ বলেন,দুপুরে লাশের খবর পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশকে বুঝিয়ে দিই। এবিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন,সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করি,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।