
ফিরিঙ্গীবাজার টেকপাড়ায় গত ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চুরাশি পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
আজ ১৬ এপ্রিল বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের সাথে সমবেদনা জানান এবং তাদের ঘর নির্মাণের জন্য ২০ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, অগ্নিকাণ্ডে আহতকে নগদ ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থ চুরাশি পরিবারের প্রত্যেককে চাউল, লুঙ্গি, শাড়ী ও শার্ট উপহার প্রদান করেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে সাবেক মেয়র মনজুর আলমের সাথে ৩৩নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৪নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ফরিদুল আলম মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।