নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারা অংশে চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্থানীয়দের ধারনা, দুর্বৃত্তরা রেললাইনের নাট, বল্টু খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে বিশেষ ট্রেন চট্টলা এক্সপ্রেস। বেলা সাড়ে ১১টার দিকে এটি কক্সবাজার পৌঁছার কথা থাকলেও তার আগে ট্রেনটি সাড়ে ১০টার দিকে ডুলহাজারা অংশে লাইনচ্যুত হয়ে আটকা পড়ে। লাইন সংস্কারের জন্য চট্টগ্রাম রেলস্টেশন থেকে কর্তৃপক্ষের লোকজন রওনা দিয়েছে। তবে দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি।
এদিকে স্থানীয়দের বরাত দিয়ে ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানিয়েছেন, দুর্বৃত্তরা রেলাইনের পাথর সরিয়ে নাট-বল্টু খুলে নেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।