বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

সীতাকুণ্ডে সৈয়দপুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, শিশুসহ ৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক *

সীতাকুণ্ড কলেজ রোডস্থ সৈয়দপুর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কক্ষের সবকিছু ভস্মিভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারী শিশুসহ ৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

শনিবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল জানান, সৈয়দপুর টাওয়ারের ৫ম তলায় ৫০৫ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবনের ছাদ থেকে এক দুই শিশু, দুই বৃদ্ধসহ ৬জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

সর্বশেষ

এই বিভাগের আরও