বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সীতাকুণ্ডে মালবাহী একটি পিকআপে দুর্বৃত্তদের আগুন

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি প্লাস্টিকের ড্রাম বোঝাই পিকআপে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারী ২৪)সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের ফকিরহাট সংলগ্ন মোস্তফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়,উপজেলার ফকিরহাট মহাসড়কে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটিকে থামাতে বাধ্য করে। তখন গাড়িটিতে আগুন ধরিয়ে দেবে বুঝতে পেরে চালক এবং সহযোগী দ্রুত গাড়ি থেকে নেমে নামিয়ে নিরাপদে অবস্থান নেয়।এ সুযোগে পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে গাড়িটির কিছু অংশ এবং গাড়িতে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে যায় ।

সর্বশেষ

এই বিভাগের আরও